এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 14 জুলাই 2015 03:02

লাল শাড়ির অপ্সরী-৫ (পঞ্চম)

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                এই দেখোনা এইযে নীরব রাতে
তুমি শুধু আমার কল্পনাতে
আমার দিকে চেয়ে থাকো 
হাত তুলে ফের আমায় ডাকো 
আবার তুমি আদেশ করো তুলে অনামিকা 
হাসো তুমি হাসতে থাকো ওগো হসন্তিকা। 

কেমন আছো জানতে ইচ্ছে করে
তাইতো চিঠি লেখি তোমার তরে
অনেক কিছুই বলার আছে
কেমনে বলি তোমার কাছে 
কেমনে আমার চিঠি দেই যে ভয়ে কাঁপে বুক
সারাটা দিন তোমায় ভেবে পাইযে অনেক সুখ।  

বলছি কি আজ শোনো একটুখানি
তুমি কি আজ হবে আমার রাণী? 
শোনো শোনো কর্ণ পেতে
উল্লাসে ফের ওঠো মেতে
বউ হবে কি! লাল শাড়িতে ঘোমটা মাথায় দিয়ে
থাকবে তবে অনেক সুখে এই আমাকে নিয়ে। 

জানো প্রিয়া উদাস কবির মন
পাওয়ার লাগি ঘুরছে অনেকজন
কাউকে কবি দেয়নি তবু
পারেনি কেউ ছুঁইতে কভু
শেষে তুমিই ছুঁয়ে দিলে কবির হৃদয়খানি 
তাইতো কবি চায় তোমাকে করতে কবির-রাণী।            
            
767 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য