এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 16 জুলাই 2015 00:27

লাল শাড়ির অপ্সরী-৬ (ষষ্ঠ)

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                অপ্সরী কই তুমি?
তোমার পথেই চেয়ে আছে আমার হৃদয় ভুমি
আসবে তুমি এই আশাতে থাকে আমার মন
তোমায় নিয়েই ভাবতে থাকে হৃদয় সারাক্ষণ। 

তোমায় দেখেই সেদিন যেন উঠলো নেচে হিয়া
লাল শাড়িতে প্রিয়া
হয়তো তুমি এমন করে আমায় ভাবোনিতো 
ভাবলে আমি হতাম প্রিয় অনেক উল্লাসিতো। 

হয়তো তুমি ভুলে গেছো আমার কথা সবি 
সেই বিরহে কাব্য লিখে হইছি বিশাল কবি
হইছি স্বর্গবাসি 
ভাবছি তুমি বলছো"কবি তোমায় ভালবাসি।"

তুমি ভালবাসলে আমার হবে পরম পাওয়া 
তাইতো আজি ওগো প্রিয়া তোমার কাছে চাওয়া 
আবার এসে দাড়াও ঘেঁষে একটু করে হাসো
আমায় ভালোবাসো।            
            
852 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য