এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 17 জুলাই 2015 01:31

লাল শাড়ির অপ্সরী-৭ (সপ্তম)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                লাল শাড়ি কন্যা চেয়ে দেখো এই?
আমিতো এখন আর সেই ছেলে নেই 
বদলে গিয়েছি আমি তোমায় দেখে
সারাদিন এখন কাটে কবিতা লিখে
তোমার নামেই শুধু লেখতে থাকি
চোখ বুজে তোমাকেই দেখতে থাকি। 

আসবে আসবে তুমি এই ভেবে হায়
কেমনে যেন আমার দিন কেটে যায়
দিন শেষে রাত আসে কই তুমি কই
তোমার জন্য আমি পথে বসে রই!
রাত্রি গভীর হয় আসোনাকো তুমি
অবশেষে কেন যেন কাঁপে হৃদ-ভুমি। 

আজকেও দিন গিয়ে ফের এলো দিন
বুকের কোথায় যেন করে চিন চিন!
কতদিন যায়-আসে প্রিয়া তুমি নাই
ছবিকেই তুমি ভেবে ভালবেসে যাই 
কি আর করবো শেষে ছবিটাই দেখি 
নতুন করে আবার কবিতা লেখি।            
            
853 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য