এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 জুলাই 2015 05:25

লাল শাড়ির অপ্সরী-১০ (দশম)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কেমন আছো প্রিয়া?
এই যে এখন ভাবছি আমি শুধুই তোমায় নিয়া
দেখছি আমি কল্প চোখে তোমার লালচে শাড়ি
পেটের কাছে সোনার ফিতা দেখতে লাগে ভারি
আরো অনেক ভালো লাগে যখন দেখি তুমি!
আমার অনেক কাছে এসে দিলে আমায় চুমি
ধরলে আমার হাত
দুঃখ তখন এক নিমিষেই হয় যে ধুলিস্মাৎ। 

কল্পনাতেও তোমায় পেলে যায় উড়ে যায় দুখ
আসে আবার সুখ
সুখ নিয়ে ফের হাওয়ায় ভাসি সাথে তুমি থাকো 
হৃদয় মাঝে প্রেম তুলিতে তোমার ছবি আঁকো
সেই সে ছবি দেখে
নতুন করে উদাস কবি গান-কবিতা লেখে। 

সত্যি কাছে আসো
হৃদয় দিয়ে আমায় তুমি অনেক ভালোবাসো
আসলে তুমি বকুল ফুলের মালা দেবো গলে
শিউলী-গোলাপ খোঁপায় দেবো তুমি আমার হলে
সকাল-সাঝে ভালোবেসে ভরবো তোমার মন
হাত ধরে ফের আসবো ঘুরে পাহাড়-সাগর-বন
এইতো আমার চাওয়া 
জানিনাতো আদৌ এসব হবে কিনা পাওয়া!!            
            
1069 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য