এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 25 জুলাই 2015 04:19

রোজা এলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                রোজা এলো রোজা
মুসলমান আজ সবাই যেন এক্কেবারে সোজা
পাঁচ ওয়াক্ত নামাজ সবাই মসজিদেতে পড়ে
নিজের জীবন বিলিয়ে দেয় যে মহান রবের তরে। 

অনেক জনাই সারাটি রাত জায়নামাজে থাকে
মোনাজাতে হৃদয় মাঝে ভেস্ত-দোজখ আঁকে
প্রভুর কাছে চায় যে ক্ষমা অতীত ভুলের তরে
নিজের ঘরে থাকেনাতো, থাকে খোদার ঘরে
এই মাসেতে সবাই খোদার প্রিয় হতে চায়
তাইতো খোদার হুকুম মানে, মসজিদেতে যায়। 

কোরআন খতম করে কেহ একলা বসে রাতে
আবার দেখো যুবক ছেলে তাছবীহ নিয়ে হাতে
খোদার নামে তাছবীহ জপে কতই লাগে ভালো
এই মাসেতে দিলের মাঝে জ্বলে নূরের আলো
তাইতো সবাই খোদার প্রেমে মত্তো হয়ে রয়
ওগো প্রভু সারা বছর এমন যেন হয়।

***বিঃদ্রঃ. কবিতাটি রোজার আগেরদিন লেখা।            
            
872 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য