এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 27 জুলাই 2015 11:43

কবিতাঃ কষ্টপুরি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মনের মাঝে কষ্ট আছে নাইবা কারে বলি,
কষ্ট গুলো নিয়ে আমি অচিনপুরে চলি।

চলের পথের নেইকো শেষ চলতে যে থাকি,
কষ্ট গুলো বেরেই চলে রইল না সে বাকি।

পথের ধারে ঘাসের হাসি আমায় ভাবে পর,
পর ভাবে সবাই আমায় নেই যে বোলে ঘর।

গাছের ডগায় শালিক পাখি বলে হেসে হেসে,
সারা জীবন কষ্ট পেলে শুধুই ভালবেসে।


কি বলব তাদের কথায় চুপু সারে চলি,
বাঁধব না আর স্বপ্ন বাসা তাদের কেমনে বলি?

ধানের মাঠে ডাহুক পাখি ডেকে আমায় কয়,
এত কষ্ট বল দেখি কেমনে তোমার সয়?

তাদের কথায় হৃদয় কাঁদে নয়ন কাঁদে না,
বোবা হৃদয় তাই তো আর স্বপ্ন দেখে না।

হঠাৎ চড়াই বলেই বসে কোথায় তুমি যাবে?
ঐ পথে গেলে তুমি আরো কষ্ট পাবে।

সবাই আমায় এরিয়ে চলে কষ্ট চলে না,
মিষ্টি কথা সবাই বলে হৃদয় থেকে না।

স্বপ্ন দেখার সময় শেষ প্রভাত হয়েছে,
পথিক এবার কষ্টপুরি পৌঁছে গিয়েছে।
 



আমি মনের কথা (ছদ্মনাম)। কবি, লেখক, গীতিকার। বাংলা এবং ইংরেজি সাহিত্যে লেখালেখি করি। যদিও নিজেকে কখনো কবি বলে দাবি করি না। কবি হওয়ার তো যোগ্যতা লাগে, আমার কি আছে? 
লিখতে ভালবাসি, তাই লিখি। কিন্তু সবসময় না। যখন কষ্ট লাগে মনে, ব্যথা পাই, তখন লিখি। সুখের সময় লিখতে পারি না।
তাই  কষ্টই কামনা করি। যদিও কষ্ট আমায় ছাড়ে না, সুখ পাখিও ধরা দেয় না।

যাই হোক, লেখা টা ভাল লাগলে, সময় করে আমার সাহিত্য ব্লগে ঘুড়ে আসবেন। 
ব্লগঃ  Moner Kotha - মনের কথা            
            
841 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 27 জুলাই 2015 11:47
শেয়ার করুন
মনের কথা

Writer, Poet, Composer, Lyricist of Bengali and English Literature.

Blog: http://monerkothamk.blogspot.com 

একই ধরনের লেখা

4 মন্তব্য