এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 28 জুলাই 2015 08:12

সুখের স্বর্গে বসত দিও তার

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওগো বিধাতা এ কোন
খামখেয়ালি তোমার
কি'বা স্বার্থে কেন খেলিলে
অাজি এ নিঠুর খেলা,
বেলা না পুরিতে কেন নিলে
তারে এ অবেলা।
সে'তো নবীন অাঁধারে খেলছিল খেলা
তাই খোলেনি সে দোর,
তবে কেন তাঁরে না ফেরার দেশে
না দেখিয়ে নিয়ে গেলে ভোর।
কেন তুমি বুঝলে না তাঁর
দুঃখ ভরা সেই সজল মিনতি,
কেন দেখি তোমার মাঝেতে
না পারার আকুতি।
অার কটা দিন থেকে যেত যদি
কি এমন হতো ক্ষতি।
শুঁধু একটি বার বলে দাও আমায়!
খুঁজেফিরি তারে চেনাদের ভিড়ে
সেই চেনা মুখ তবু নাহি দেখি
না পাবার জ্বালায় পবারও আশায়
বেদনার জলে ভাসে মোর আঁখি।
কি দোষ দেব'গো তোমায়?
জানি তুমি শুনবে না মিনতি
ফিরাবেনা তাঁরে আর,
তবে এই কথাটা রেখ
সুখেরি স্বর্গে বসত দিও তাঁর।            
            
749 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য