এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 31 জুলাই 2015 22:39

পল্লি মেয়ে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অজানা এক পল্লি গায়
দেখেছিনু সবুজ বৃক্ষের ছায়।
আহা কি নিদারুণ ছিল সে,
অস্থির মন স্থির হলো যে।
আখি পাতে যেন তাঁর দুষ্টুমি হাসে,
সুভাষিত যৌবন বাতাসে ভাসে।
হেসে হেসে সে মেয়ে কুটিকুটি,
সরাদিন কি তাঁর ছোটাছুটি।
মাতাল যৌবনে বেসামাল ঢেউ,
রুধিবার নাহি তাতে কেউ।
চঞ্চলা চপলা তাঁর বাঁহারি মন,
নাচিয়া-গাহিয়া কেটে যায় ক্ষণ।
হাসিতে যেন তাঁর বাদ্য বাজে,
নীল পদ্ম খোঁপাতে গোজে।
নিত্যানন্দে নেচে ওঠে অধর,
বৃষ্টির জল তাতে করে দেয় আদর।            
            
1025 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য