এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 08 আগষ্ট 2015 01:09

লাল শাড়ির অপ্সরী-১২ (বারোতম)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এ্যাই! সেদিনের কথা তোমার মনে আছে?
বসে ছিলাম আমি তোমার অনেক কাছে
চোখের ভাষায় বলছি 'প্রিয়া আমার হবে?
সারাজীবন তুমি আমার সাথে রবে?'
তুমি তখন একটু করে হেসে দিলে
খেলার ছলে নাকি ভালোবেসেছিলে?

বুঝিনিতো সেদিন তোমার মনের কথা
কেমন যেন লাগছে তখন অলসতা 
কওনি কথা, তাইতো ক্ষানিক অভিমানে 
অনেক সময় চাইনি আমি তোমার পানে
পরে দেখি আসছো তুমি আমার পাশে
হাসছো তুমি লাগছে যেন জগৎ হাসে। 

যখন তুমি বললে কথা পাশে এসে 
সব অভিমান হারিয়ে গেলো এক নিমিষে 
বললাম আমি 'কেগো তুমি পরী নাকি?
একটু দাড়াও তোমার পানে চেয়ে থাকি'
আমার কথায় হাসলে তুমি মিষ্টি হাসি 
চোখের ভাষায় বললাম আবার,'ভালবাসি'

হয়তো তুমি চোখের ভাষা বুঝোনিতো
তাইতো পরে তুমি আমায় খুঁজোনিতো
কিন্তু আমি খুঁজছি তোমায় অনেক করে
নয়া প্রীতির রক্তজবা দেওয়ার তরে।            
            
974 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য