এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 09 আগষ্ট 2015 02:58

লাল শাড়ির অপ্সরী-১৩ (তেরোতম)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওগো প্রিয়া বলো তুমি কেমন আছো?
এখনো কি আগের মতো তেমন নাচো!
এখনো কি হাসো তুমি মিষ্টি করে?
যে হাসিটা দেখলে আমার হৃদয় ভরে
যে হাসিটা পাগল করে গগন-ভুমি
এখনো কি লাল শাড়িটা পরো তুমি?

পেটের কাছে সোনার ফিতা বাঁধো নাকি?
যেন আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি!
যেন আবার পাগল হয়ে তোমায় নিয়ে
কল্পনাতে দেই যে উড়াল আকাশ দিয়ে
নয়তো আবার স্বপ্নচোখে তোমায় দেখি
নতুন করে আবার প্রেমের কাব্য লেখি। 

চাও যদিগো বলো তবে একটু করে
দেখবে আমি কি না করি তোমার তরে
সারাক্ষণই আমি তোমার সাথে রবো
দেখবে তখন আমি কেমন প্রেমিক হবো
থাকবো আমি তোমার প্রেমে পাগলপারা 
এনে দেবো ভালবাসার চাঁদ-সেতারা। 

খুব কাছেতে নেবো তোমায় দেবো চুমি
হয়তো আমার কথা শুনে হাসছো তুমি
হাসো তুমি আজকে যত হাসতে পারো
ভালোবাসা কমবেনাতো বাড়বে আরো
হাসো হাসো সেই যে হৃদয় কাড়া হাসি
দেখবে আমি তোমায় কতো ভালোবাসি।            
            
975 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য