এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 12 আগষ্ট 2015 14:57

নিজেরাই জেনে যাচ্ছি মৃত্যু

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নিজেরাই জেনে যাচ্ছি মৃত্যু

দ্বীপ সরকার

মৃত্যু, অপমৃত্যু , হত্যা চর্চা অনুদিত 
হতেই চলেছে প্রকারান্তরে, 
নিজেদের হত্যার বিষয় যেনো 
নিজেরাই জেনে যাচ্ছি ইদানিং, 
শুধু মহুর্তটা জানা থাকেনা।
শুধু একটা কাকের ডাকের অপেক্ষা
মাথার ওপর এসে বলে যাবে, প্রস্তত থাক্।
নিহত হবার ছায়ারা অনুকম্পা করে করে
যুক্তির আড়ালে চলে যায়।

আমরা কোন না কোনভাবে প্রস্তত থাকি
লেখক,কবি,ব্লগার-সকলেই। 
যেখানে প্রকাশভঙ্গি বদলাতে গিয়ে
ধর্ম অধর্ম একাকার করে ফেলি কেউ।
যেখানে গবেষণার কাগজে
সত্য অসত্য আঁকি কেউ,
যুক্তি অযুক্তির পরিমাপে
মানবতাকে মাপছি কেউ কেউ। 

আমরা বস্তবাদ নিয়ে তর্কে যাবোনা,
আমরা ধর্ম অধর্ম নিয়ে তর্কে যাবোনা,
জাত বর্ণ নিয়ে কসাইয়ের মতোন
সমানে সমান হবোনা।
এক ছুরিতে মানুষ,পশু -পাখি,
জীব -জানোয়ারকে যেনো না কাটি। 

সাবধান!
মৃত্যুর বিপরীতে অপমৃত্যুর ছায়া-
আমাদের বাহুলগ্নেই ওঁত পেতে বসে থাকে। 
লেখাঃ ৮/৮/১৫ইং            
            
742 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য