এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 15 আগষ্ট 2015 08:27

আমরা ভাল নেই

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বেদনার বেদন অন্তরে মোদের
বাঁজিয়া চলেছে আজ,
জানি তুমি স্বর্গে আছো বসে
কপালে একে দুশ্চিন্তার ভাজ।
তুমি ছিলে তাই ঠিক ছিল সব
সোনার দেশ সোনা মুখে ছিল ভরে,
আজ তুমি নাই মোরা ভাল নাই
আশা গুলো গেছে যেন মরে।
তুমি অন্যায়ের শাসন তেজস্বী ভাষণ
তবে কেন তুমি গেলে চলে?
তুমি হীনা বঙ্গ তোমার
সাঁজে না ভুলে ও ভুলে।
ভেব না তুমি স্বর্গে বসে
সুখে আছে তোমার দেশ,
তুমিহীনা ষোল কোটি প্রাণ
দহনে মরে নাই, কিন্তু বেশ।
১৫/০৮/২০১৫
সকাল ৮.১৩ মিনিট
শনিবার            
            
1036 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য