এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 13:01

কি হচ্ছে এই সব!!!

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কেউ বলে ধর,
কেউ বা বলে ছেড়ে দে.
আবার,অনেকই বলে ধরলে জবাই করে দে।
চলছে বাংলাদেশ এমন পরিস্তিতিতে।

কে আছ?বাঁচাতে মোর,
স্বাধীন দেশ,সোনার দেশ,বাংলাদেশ।

কেউ মারছে পেট্টোল।জ্বলতে আগুন,পুড়ে মরছে মানুষ।
প্রশাসন ধরছে।কি ধরছে!কাকে ধরছে তেমন কোন হিসাব নেই।

কিছু আবার শিক্ষিত লোক ক্যামরা নিয়ে সর্বদায় প্রস্তুত থাকে,ছবি বা ভিড়িও ধারণ করতে।
আবার কিছু সুন্দরীরা সেঁজে গুজে বসে থাকে ক্যামরার সামনে ভয়াবহ সংবাদ প্রচার করতে।
এই মিড়িয়া তাঁহারা প্রতিযোগিতায় মেতে উঠেছে।

এমন হলে কি হবে ভাই!
আগুন জ্বলা বন্দ চাই।
শান্তিতে বাঁচতে চাই,
দেশের ভাল খবর শুনতে চাই।

হে,জোয়ান.
হে,যোবক।
আপন রবের উপর ভর্সা কর,
রাসুল(দরুদ)এর অনুস্মরণ কর.
নিজ কর্ম উপার্জনের পথ ধর।
নেতা নেত্রীর কথায়,
নিরহ মানুষ মারা বন্দ কর।

তাঁরা তো আর সরকারের কিছুই নয়,যারা মরতেছে।
একটু ভেবে দেখ।

বিঃদ্রা:-[অপমানিত হই,বাংলাদেশের ভয়াবহ সংবাদ যখন AL Jazeera এবং ভিন্ন দেশীয় টিভি চ্যানেল গুলোতে প্রচার করা হয়,আরো লজ্জিত হই_যখন আরবীরা বাংগালীদের এমন হানাহানী নিয়ে সমালোচনা করে।]

জামশেদ(বদরী)
ওমান থেকে
1232 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:32
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য