এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 18:54

নবিজীরই শান, .......সুন্নীয়তের গান।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

.......নবিজীরই শান,
.......সুন্নীয়তের গান।

সৃষ্টির মূল,
রব_এরই কোল.
যাঁর না তুলনা।
সেঁই নবীরই উম্মত মোরা,
তাঁহার নাই যে উপমা.
তিনি কামলে ওয়ালা,
আমার কামলে ওয়ালা।

রোজ হাশরে,
বান্দা গণে.
করবে হা হা কার।
সেই দিনে মোর,
নবী বিনে.
সব যে অন্ধকার।
তিনি বাঁচানে ওয়ালা,
আমায় বাঁচানে ওয়ালা।

দুই দিনেরই,
দুনিয়াতে এসে মোরা.
ভিন্ন মতে,
ভিন্ন পথে.
গিয়ে হলাম_সবে হাঁরা।
সবে জ্বালিয়ে দাও,
সবে পুড়িয়ে দাও.
বল ইয়া রাসুল আল্লাহ(দরুদ)।

পাবে,তবে খোদারই সন্ধান।

জামশেদ(বদরী).

1247 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য