এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 31 মার্চ 2016 13:42

মমতাময়ী মা।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মমতাময়ী মা।


আল্লাহর সৃষ্টির মধ্যে একটি প্রাণী,
যার শরীরের পুরো অংশ লোমে ভরা।
তার বসবাস মহাসমুদ্রও নদ-নদের জলপৃষ্টে কিংবা জলতলে।
সে প্রাণী সাধারণত জন্মের বিশ থেকে ত্রিশদিন পর্যন্ত জলের উপরে তথা শুকনো স্হানে থাকতে হয়।

এই প্রাণীজাতের একটি প্রাণী দুইটি বাচ্চা জন্ম দিলেন,ফলে মা হল।ওই মা প্রাণীটি তার বাচ্চাদ্বয়কে শুকনো স্হানে রাখার মত জায়গা না পেয়ে মা তার বুকে দুবাচ্চাকে জড়িয়ে ধরতো আর নিজের পিটকে পানিতে বাসাতো নৌকার মত করে।
বাচ্চাদুটু তাদের মায়ের বুকে দিনরাত যাপন করতো আর মায়ের বুকের দুধ পান করতো।

অন্যদিকে প্রাণী মাটি অনাহারে প্রায় জীবনের শেষপ্রান্তে।
অপরদিকে জলে বসবাসরত মাছ প্রাণী মাটিকে মৃত ভেবে পিটে কামড়াতে লাগলো।প্রাণী মাটির পিটের প্রায় অংশ মাছে খেয়ে ফেলল।
ভীষণ জ্বালা যন্ত্রণাময় সময় অতিবাহিত হতে লাগলো প্রাণী মাটির।অপরদিকে নিজের বাচ্চাদ্বয়কে বুক হতে ফেলতেও পারছেনা।তবুও মা তার বাচ্চাদ্বয়কে বুকে আখড়িয়ে রাখলো।
অবশেষে প্রাণী মাটি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন।            
            
890 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য