এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 13:09

আগুনের তাপ মাত্রা।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রবাস জীবন বিদেশ করি।
রান্না করে খেতে হয়,
ভাত তরকারি।

গ্যাসের চুলায় আগুন ধরিয়ে দিলাম।আগুন জ্বলতেছে।কোন কারণে সামন্য আগুন নিজের হাতের আঙ্গুল-এ লাগল।
*অহ কি যে যন্ত্রণা,
আগুনের প্রচুর তাপ.
সয্য যে হয় না।*

হায়রে,
আমার দেশ,বাংলাদেশ।
অবরোধ আর হরতালে,
গাড়িতে আগুন,পুড়ছে মানুষ।
ওহ তাঁদের প্রাণটা কেমন করে যাচ্ছে এক মাত্র আল্লাহ-ই ভাল জানে।

হে আল্লাহ,
মানুষকে অন্যায় ভাবে মারা তো মাহা পাপ,
তা কুরআন এবং হাদিসের প্রমাণ।

কে দোষী,
কে নিষ্পাপ.
তুমি খোদা অবগত আছ।

কোথায় কখন?
কি ভাবে করবে বিচার?
আমার চক্ষু দ্বয়ে দেখিতে দিও।

সর্বশেষে_
হে খোদা তোমার কাছে একটি প্রার্খনা,
রাজনীতি বীদ খুনির হাতে প্রাণটা নিওনা।

সুতরাং,
প্রাণ নিবেই যখন।
নিজ ঘরে,
কালেমা পড়ে.
ঐ সেই-
*আমার গ্রাম বদরখালী*র
মাঠিতে করিও মরণ।
আশা আমার,
এমন মৃত্যু করিতে বরণ।

বিঃদ্রা:-[আমি নিজে রাজনীতি করি না,করবও না কোন দিন।তবে,নিজের খুশি মত ভোট দিয়ে থাকি(সুযোগ পেলে)।আর কাউকে হেউ করে খোচা দেওয়ার ইচ্ছাও নাই.শুধু মাত্র নিজের মনের অনুবতি প্রকাশ করলাম মাত্র।]

জামশেদ(বদরী)
ওমান থেকে।
1108 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:29
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য