এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 মার্চ 2015 00:56

লোভী, এক মৌলভী।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গ্রামের কর্দম হইতে ওঠে আসা এক মৌলভীর পরিবার অল্প খাই,
পয়সা বাঁচাই.চিন্তা তাঁদের ভবিষ্যতের।
মৌলভীর বিবি কহিল প্রাণের স্বামীকে বাজার হইতে আনিবেন অল্প শুকনো চিংড়ি মাছ।
বিবির কথায় মৌলভী সাহেব বাজার হইতে কিছু শুকনো চিংড়ি মাছ ত্রূয় করে বাড়িতে আনিলেন।মৌলভীর স্ত্রী প্রতি বার রান্না করিবার সময় সুঁতায় কিছু শুকনো চিংড়ি মাছ বাঁধিয়া তরকারীর জলে ডুবাইয়া তুলিতেন,যাতে করে শুকনো চিংড়ি মাছের গন্ধ তরকারী খাইতে গেলে পাওয়া যায়।

রান্না বান্না শেষে শুকনো চিংড়ি মাছ গুলো রৌদ্রে শুকাইতে দিত,যেন পুনরায় সেই শুকনো চিংড়ি মাছ আবার একেই পদ্ধতিতে ব্যবহার করিতে পারে।
মাস শেষে ঐ ব্যবহারিত শুকনো চিংড়ি মাছ গুলো শুকনো মাছ ব্যবসায়ীকে ফেরত দিয়ে পাল্টিয়ে নতুন শুকনো চিংড়ি মাছ বাড়িতে নিয়ে আসিত।
মৌলভী সাহেবের বড়ই কপাল ভাল,কারণ উনি মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের পাঠ দান দিতেন।
ঐ শুকনো মাছ ব্যবসায়ী মৌলভী সাহেবের প্রাপ্তন ছাত্র ছিল।এরেই সুযোগে মৌলভী শুকনো মাছ ফেরত দিতে পারতেন।
"এমনই চলিত,
মৌলভীর স্বভাব চরিত্র"

উপরোক্ত,
উল্যেখিত সমাজে বাস্তব এক মৌলভীর প্রকৃত স্বভাব চরিত্রের নমুনার একটা দিক তুলে ধরিলাম মাত্র।
লিখনির প্রকৃত মৌলভীর কন্যা দ্বয় বিবাহের উপযোক্ত হয়িল বয়সের প্রমাণ,তাহা মৌলভী সমাজে বয়ান করেন।মৌলভীর মেজু মেয়ের বিবাহ দিতে হইলে সমাজের নিয়ম অনুযায়ী বড় মেয়ের বিবাহ দেওয়া আবশ্যক হইল।
তবে,বড় মেয়ের বিবাহ দিতে গেলে বিরাট এক সমস্যা দেখা দিল।কারণ-বড় মেয়ের যৌবন প্রাপ্তির পূবেই মৌলভীর কোন এক ছাত্রের সাথে মৌখিক বিবাহের কথা ছিল।সেই ছেলের কাছ থেকে মৌলভী প্রায় বিশ কম লক্ষ অর্থ খেয়ে ছিল।

মৌলভীর স্ব-পরিবার শহরে থাকেন।আর শহরের হাওয়া বাতাস পাল্টিয়ে দিল তাঁহাদের রূপ,আরো পরিবর্তন হইল মন মানুষীকতা।এতে মৌলভী তাঁহার বড় কন্যাকে জামাই বানাইতে দেখায়,গোবরে ফুঠা পদ্ম ফুল।
উল্টে যায়,
মৌলভীর হবু জামাই...শুনিলে অতিত কথা।

মৌলভীর স্বভাব,
পাত্র গণকে....কখনো যোজন,আবার কখনো বিয়োজন।
নাহি লাজ তাঁহার,কহিল মৌলভীর স্বজন।

পরিশেষ,
কাহিনীর মর্ম হইতে,
লইতে পারি উপদেশ।
"এই সব মৌলভী হইতে সাবধান,
সাবধানতাই সফলতার কানন".
1056 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 মার্চ 2015 10:40
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য