এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 19:52

বিনা দূষে বন্দু আমার কারাগারে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

........বিনা দূষে বন্দু আমার কারাগারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের"আরবী বিষয়"ক মেধাবী ছাত্র"মুহাম্মদ রিদুয়ান ফরহাদ"আমার ছাত্র জীবনের অন্তরঙ্গ বন্দুদের মধ্যে সেও এক জন প্রকৃত বন্দু ছিল।আজ সে বিনাদূষে বন্দী।

দুস্ত আমি জানি তুই কোন অন্যায় করিসনি।
দুস্ত তুর সাথে দীর্ঘ ৫বছর একেই ক্লাসে বসে পড়া লেখা করে এসে ছিলাম।
তুর সম্পর্কে আমি ভাল ভাবেই জানি,দুস্ত তুই কোন আইন শৃংখলা বিরুদী কাজে জড়িত হতে পারিস না।আমার বিশ্বাস তুকে কেউ অন্যায় ভাবে আজ জেলে ডুকালো।

দুস্ত তুই জেলের চার দেয়ালের বেতর বন্দী থাকার মত ছেলে নয়,আমি জানি।

দুস্ত আজ খুব দুঃখ পাচ্ছি,বাংলাদেশের রাজনীতিক পরিস্তিতি নিয়ে।তুই তো কোন রাজনীতিতেও ছিলি না।

দুস্ত তুর মত একটা ভাল ছাত্রের ছাত্র জীবন নষ্ট হওয়া মানে,একটি ভবিষ্যত্‍ জাতি নষ্ট হয়ে যাওয়া।হয়ত,তুর মত আরো শত মেধাবী ছাত্র আজ বিনাদূষে বন্দী জীবন কাঠাচ্ছে।

আমার বিশ্বাস,যারা প্রকৃত দূষি আজ তারা স্বাধীন ভাবে বাংলার মাঠিতে বুক ফুলিয়ে চলা ফেরা করতেছে,এমন কি আজ মহান বিজয় দিবসে শহীদ মিনারেও ফুল দিচ্ছে।বর্তমান দুনিয়ার এটাই নীতি দুস্ত।

দুস্ত তুর ছাত্র জীবন থেকে যেই দিন গুলো হারিয়ে যাচ্ছে তা আর কোন দিন ফিরে পাওয়ার নয়।দুঃখ করিস না।
আল্লাহ রহমতে তুই মুক্তি পাবি.ইনশা আল্লাহ

দুস্ত তুর প্রতি আমার ব্যক্তিগত এবং আমাদের বন্দু বান্দব থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মহোদয়ের আন্তরিক দোয়া রহিল।

জামশেদ(বদরী).

1232 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য