এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 20:04

স্বপ্ন আমার ৩,৯৩০ দিনের।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

......স্বপ্ন আমার ৩,৯৩০ দিনের।

আল্লাহর সৃষ্টির প্রতিটি প্রাণী ঘুমায়।সেই ঘুমে অনেক কিছুই স্বপ্ন দেখে।অনেকের স্বপ্ন শুধু স্বপ্নেই থেকে যায়।

আমিও সেই ০৫-০২-২০০৪ইং তারিখ হতে ১৫-১১-২০১৪ইং তারিখ পর্যন্ত দীর্ঘ ১০ বছর ৯ মাস ১০ দিন ঘুমে ছিলাম।আমি এই দীর্ঘ ঘুমের সময়ে অনেক কিছু স্বপ্নে দেখে ছিলাম।

সেই ১৫-১১-২০১৪ইং তারিখ আমার ঘুম ভেঙ্গে গিয়ে ছিল।আর স্বপ্নে আমি যা দেখে ছিলাম,তা থেকে অনেক কিছুই লিখেছি বা লিখতেছি।

সেই আমার দীর্ঘ স্বপ্নের মধ্যে একটি গোবর ব্যবসায়ী পরিবার এবং একটি ফুলের মত সুন্দর মেয়ে ছিল।ঐ মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে স্বপ্নে দেখে ছিলাম।স্বপ্নে তাঁদের সাথে যত কথা বলে ছিলাম,আজ তা ভাবি এবং লেখি।

আজ আমার এই লেখা লেখির কারণে তাঁদের জ্বলতেছে,যাদের'কে আমি স্বপ্নে দেখে ছিলাম।আজ তাঁরাই,আমাকে হুমকি দিচ্ছে বিভিন্ন নামের Facebook_ID থেকে,আমার স্বপ্নের কথা গুলো লেখার কারণে।বলতেছে,আমাকে খুন করবে,আমাকে মেরে ফেলা হবে।আমার লাশ গোপন করবে।

আচ্ছা ঠিক আছে,আপনারা একটু অপেক্ষা করুন।আর আপনারা দা চুরি তৈরী করে রাখুন।আমাকে দেশে আসতে দিন।আমি দেখব,আমার গলায় আপনারা চুরি দিবেন,নাকি ফুলের মালা দিবেন।

খুনি হলে চুরি দিবেন,
জ্ঞানী গুণী হলে ফুল দিবেন।
....
খুন করলে জেলে যাবেন,
ফুল দিলে সম্মান পাবেন।

কোনটা চান?উত্তর দিন।

তাঁর মা_বাপ "হারামী রখম ওয়াহেদ"

আমি আমার স্বপ্নে দেখা মেয়েটিকে বার বার বলি,!
"আমার স্বপ্ন কেন দিচ্ছ নষ্ট করি?
"অ সুন্দরী"
"যাইলে যা,বুকে সেল মারি"
"তবুও,যাইস না মোরে জানে মারি"
"তুর লাগিয়া এত বছর দিলাম শেষ করি"

(তুই কি য়্যা_রে ভুলি গিয়ছ না?)

[সম্মানিত পাঠক,আপনারা বলুন_আমার স্বপ্নের কথা গুলো শুনবেন?]

জামশেদ(বদরী)
ওমান থেকে.

1089 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 00:57
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা