এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 20:12

সে চলে যাচ্ছে,হিংসা করতেছে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ........সে চলে যাচ্ছে,
.........হিংসা করতেছে।

যতই তাকে ভালবেসেছি,
তথই অপমানিত হয়েছি।

তবুও তাকে মায়া লাগে,
ভুলব না কোন দিনও.
ভালবেসেই যাব চির দিন।

যদি সে এক দিন ফিরে আসে,আমাকে ভালবাসে!
.....
আমার প্রাণটা আজ তাঁর জন্য কেমন করতেছে,
যদি দেখাতে পারতাম!
নিশ্চয় সে আমাকে ভালবাসত।

চলে যাবে তুমি,
ভাবতেও কষ্ট হয়।
তবে কেন তুমি এবং তোমার পরিবার আমাকে হিংসা করলে?
তোমাদের দেওয়া ওয়াদা কেন ভঙ্গ করলে?
তুমি বা তোমরা জানতে,যে ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয়।আজ তোমরাই বল,তোমরা কি মুনাফিক হয়ে যাওনি?যদি মুনাফিক হও।তবে আল্লাহ তোমার এবং তোমাদের বিচার করবে।ইনশাহ আল্লাহ।হে আল্লাহ এই মুনাফিকদের বিচার কর।

চলে যাচ্ছ যখন চলে যাও,সাথে নিয়ে গেলে ভালবাসা এবং অভিশাপ।আর অভিশাপ তোমাকে এক দিন ধবংস করবে।আমি এটাই চাই।আমি আল্লাহর কাছে বিচার চাই,আল্লাহ তুমি তাদের বিচার কর।

আমি নিশ্চিত করে বলতে পারি,
তুই কখনও সূখি হতে পারবি না।
তুই এক দিন কাঁদবি।তুর পরিবার এক দিন কাঁদবে।যা মুনাফিকের বাচ্ছা মুনাফিক।

জামশেদ(বদরী).
1168 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:10
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা