এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2015 22:13

মুমুর্ষ-ব্যক্তি কথা

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                সেদিন বলেছিলাম মানবোনা 
সমাজ-নিয়ম,
চাই আপনার, চাই অধিকার -
হবো অধিশ্বর,
থাকবো আমি, থাকবে আমিত্ব আমার ||

ভোর গেল ..........

জ্বলছে দগদগ আগুন 
এখন আমি জ্বলছি, জর্জরিত-
অযুত সমর ঘাত্
জ্বলে যাচ্ছি, হয়েছে ক্ষয়ের শুরু |

তবু.......

টিকে আছে আমিত্ব, আছে দ্বন্দ্ব, 
প্রতিদ্বন্দ্বী-
প্রতিযোগিতা-আহব, 
ক্ষয় ক্রমশ...মুমুর্ষ, মরণউন্মুখ...

গিলছে কাল-বিকেল, 
অত:পর নামবে নাট্য-যবনিকা
আমার আমিত্বে, 
গিলবে আঁধার, অধ্যায় উপসংহার!!

হাহাকার................

ফের হবে ভোর- জ্বলবে আলো,
ফিরে আসবে সুদিন
নিয়তির নীতে-
হাসবে সুনীল, সাজবে সবুজ; প্রাণবন্তসমাজ||            
            
713 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 26 সেপ্টেম্বর 2015 20:54
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

2 মন্তব্য