রবিবার, 27 আগষ্ট 2017 15:33

আমি শূন্য তুমি পৃথিবী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি শূন্য তুমি পৃথিবী 
 - মণি জুয়েল (Moni Jewel)

ওগো, তোমায় আমি কত চাই, কেমন করে 
বলো বোঝাই!
ও সোনা...বোঝো না, 
ভালোবেসে দেখে নাও না।

বুকে এসে মিশে দেখো, মনে জুড়ে মন দেখো
মিশে যাও হেসে হেসে, কাছে এসে ভালবেসে
কত তোমার কাছেই আছি, 
কত তোমায় ভালোবাসি

মাঠ ভরা সাদা কাশে, শরৎএর নীল আকাশে
হাত ধরে চলি চলো, প্রেমের হিমেল-বাতাসে
বুঝে যাবেই মিশেই গেছি
আমি শূন্য তুমি পৃথিবী

****26.08.2017 -ধুলিয়ান- 05:00PM****            
            
964 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

এই বিভাগে আরো: « অসম বয়সী ষোড়শী »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক excusenna শুক্রবার, 14 জুন 2024 16:00 লিখেছেন excusenna

    She was given isotonic saline, and her sodium concentration fell further to 114 mmol l cialis price 1 percent at 45

  • মন্তব্যের লিঙ্ক SEcJhm সোমবার, 10 জুলাই 2023 13:14 লিখেছেন SEcJhm

    This is not a surprising finding, since insulin resistance, followed by compensatory hyperinsulinemia, has been recognized as the central pathogenetic feature of the syndrome, causing arterial hypertension, dyslipidemia, proatherogenic, and prothrombotic environment 2 buy cialis uk

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.