এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 নভেম্বর 2015 20:08

উপমিত হবো

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                উপমিত হবো বলে এ পথে এসেছি।
এই জঞ্জালি জীবনে কলম ধরেছি
তামাশা ভরে।

শিল্পী হতে গেলে বুঁদ হওয়া গিটারের
ঋণ চাপে আমার কপালে,
সেকারনেই কোকিলের জবানে
টিকে গেলো রুনার বিস্তীর্ণ গলার কৃতিত্ব।
আমার আর হওয়া হলোনা। 
সময়ের ঠোঁটে তাই ফুটলো হাহাকার।

অভিনেতা হতে চেয়ে সালমানের মর দেহে
পশম খুঁটেছি বহুকাল,
কুক্ষিগত মাদুরে লুকিয়ে রেখেছে
অভিজ্ঞতার বিপ্লব, 
অতঃপর পারিনি নৃত্যের তালে
ঢেউ ঢেউ খেলতে -তার মতন।

জয়নুলের বাবুই চোখে
তুলি ঘুরিয়ে ঘুরিয়ে
চিত্র আঁকতে চেয়েছি তার মতন,
অতঃপর বিবশ হাতে তুলিসমূহ
ছিচকে মেঘের ঘোরে হারিয়ে যেতে যেতে
নিঃশেষ হয়ে গেলো শিল্পীত মোহ।

তারপর কবি হওয়ার লোভে
প্রকৃতির ছিরিছাদে যাপমান 
জ্যামিতির ইতিহাস, 
বৃত্তের বাইরে উস্কানির মাদকতায়
ভরপুর অনুভূতির চারাগাছ।
কৃষিকলম খুঁটে খুঁটে যন্ত্রণা উপড়ে
তোলা শিখলো ছন্দ পাঠে।

তুই কবি বানাবি হে মায়াবিনী, 
উপমায় জরিয়ে দিবি স্বপ্নের চাদর?

লেখাঃ ২১ / ০৯ / ১৫ইং।            
            
650 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

3 মন্তব্য