এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 31 ডিসেম্বর 2015 00:05

নীরব দুঃখ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
নীরব দুঃখ
এমদাদ শুভ্র
.
পাড়ভাঙা এক নদীকে শুধাই- দুঃখ তোমার কী?
দুঃখ আমার নদীর জলে ভাসিয়ে দিয়েছি
বহতা নদী, তোমার ও স্রোতে যায় কি দুঃখ ভেসে?
বলো কি তুমি- ছুটছি সাগরে এমনিই হেসে হেসে?
.
অশ্রু নোনা, দুঃখ নোনা, নোনা সাগরেরও জল
পাড়ভাঙা শুধু? গান করি ভাঙা হৃদয়ের কল কল
বেগবান নদী শুধায় এবার- আছে কি দুঃখ কোনো?
এতটুকু এক হৃদয় আছে কান পেতে যদি শোনো
.
হৃদয়ের কথা শোনার সময় একটুও নেই তার
নীরব দুঃখ একলা কাঁদে আর হেসে একাকার
.
অফিস, 30/12/2015 11:40:48 PM
...            
            
873 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

এমদাদ শুভ্র এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য