এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 09 এপ্রিল 2016 16:21

ভুল সাহস

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভুল সাহস
. 
দ্বীপ সরকার
.
যতোটুকু সাহস দেখিয়েছি
তা ছিলো ভুল সাহস....
তাই অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি
পর্বতের ঝর্ণাকে ভাবি পাথরের গীত।
.
তোতে অংশিদারীত্বের শর্তে নির্মাণ
করেছিলাম উর্বর সবুজ, 
অথচ কেউ বুঝিনি 
পাথরে পাথরে তারুণ্যের এর্টেল,
আগুনে আগুনে উৎসের তাপ।
.
যেতে যেতে বহুদূর গিয়েছি, 
ওড়না কামিজের ওম ছেড়ে-প্রান্তের ঠিকানায়
জেনে ফেলেছে রাজ্যের সৈন্যসামন্ত
অতঃপর গন্তব্যহীন ভুলে 
আমাকেই ভরিয়েছি আমিহীন খামে।
.
অজস্র ভুল করি, বারংবার ভুল করি
রক্ত চুইয়ে নামে ভুল প্রেম, 
ভুল খামে ভরাই ঘৃণার শব্দমালা।
.
লেখাঃ ২৬/৩/২০১৬ইং
বগুড়া......            
            
853 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 09 এপ্রিল 2016 16:34
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য