এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 16:43

আমি ভাষা বিপ্লবী বলছি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি ভাষা বিপ্লবী বলছি-
হ্যাঁ, আমিই সেদিন নেমেছিনু পথে
বাঁচবার তাগিদ- প্রাণের প্রেম-ভাষ্

মানিনি মায়ের স্নেহ-মায়া, বুকফাটা নাদ
যাসনে বেটা-  তুই বিনে কেহ নেই আর |
বলেছিনু মায়ে- কি কথা কহিস মা গো..
মরি যদি আজ,- কাঁদবি আপনার ভাষায়
পরাণ বদলে- এ কি বড় পাওয়া নয়?
না-মানিয়া বাঁধ নামিনু পথে,-মরে বাঁচাবো বাক্

যাওয়ার ক্ষনে ঘুরে দেখি -আঁখি ভেজা প্রেয়সী
ঝরঝর ধারা বহিছে সুচম্বন কপোল বহিয়া
পাগলিনী, বেশ খুলে গেছে হায়! আর হুঁশ নেই 
কিবা লাজ-যৌবন - সোহাগ যে রণে যায় |

কহিনু সখি ও..কেন কাঁদিস পাগলিনী-প্রিয়া 
জয় যদি পাই- আসিবো ফিরে তোর কোলে-
রাখিবো মাথা,- গাহিবো হৃদ-ভাষে প্রেমের গান |

কাঁদিলো সখি,প্রাণে মরিলো মাতা -নামিনু রণ
প্রান ঝরিলো শত- বহিলো কত স্রোত-ধারা
ফিরে পেনু বাক্ -ঝরিলো সুখ জয়-ধারা |

আজ আসিলে সময় -দেখি গতরে রঙীন পুষ্প
বীণা গীটার বাজনা বাজে , শত লম্ফ দম্ফ
শতজন নাচে গায় সুখে সুখ নিয়ে যায়
আজ শুধু ,আমার হৃদ-ভাষা শুনিবার লোক নেই |
733 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 25 ফেব্রুয়ারী 2015 02:02
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

8 মন্তব্য