এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 19 সেপ্টেম্বর 2016 03:27

প্রেমের বাগিচায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                #প্রেমের_বাগিচায়

আছে যার হৃদয় সে ভালোবেসে যায়
বদলে কি পায়? 
তবু ভালোবাসে দিন ঢলে যায়, রাত কেটে যায়,
আশায় আশায়
আছে যার হৃদয় সে ভালোবেসে যায় । 

''সবাই তো ভালোবাসা চায় কেউ পায়-
কেউ পায় না''
কত চোখে ঝরে দুঃখে এ ছলনা কেউ জানে না
তবুও আশায়
আছে যার হৃদয় সে ভালোবেসে যায় । 

বনফুল কবে ফুলদানি পায়? ঝরে হেলায়-
দানি পায় না ।
মধু বুকে(তবু)প্রেমে সুখে প্রেমের ছোঁয়া জোটে না। 
তবুও সাজায় -
প্রেমের বাগিচা,কেদে ঝরে যায়,ভালোবেসে যায়.... 
                                  - মণি জুয়েল(ধুলিয়ান)
 ১৭ঃ৯ঃ১৬            
            
578 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য