এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 00:10

কি হবে কেঁদে

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                

শোন বলি শোন কি লাভ হবে আর কেঁদে
আমার যাওয়ার সময় হয়েছে
পারবে কি আর রাখতে বেধে?

কত যুগ ছিলাম আমি তোমাদের পাশে
আর কত থাকবো বল?
যুগের বোঝা সইতে পারি না যে।

এত দিন তোমাদের করেছি লালন
লাগতে দেইনি ধুলো গায়ে।
আজ আমি যাই ভাল থেকো তোমরা
স্মরণ করিও,আসবো ফিরে তোমাদেরি মাঝে।

চার পায়ের গাড়ি এসেছে সাজিয়ে দাও আমায়
চলে যাবো আমি এই শুন্য মায়া থেকে
যেখানে যাওয়া আমার সাঝে।

তোমরাও যাবে আমার সাথে
চলে এসো না আমায় একা ফেলে,
আমি যে একা থাকতে পারবোনা যে।

আমার থাকা নরম বিছানা আজ দিলাম তোমাদের
বাঁশের ছাউনিতেই থাকা আমার সাঝে ।

982 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 18:51
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য