এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 02 অক্টোবর 2016 00:52

বিলাসিনীর প্রতি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                #বিলাসিনীর_প্রতি

আমার মন্দ স্বভাব জেনেও 
                  যদি তুমি আমায় ভালোবাসো
যদি জেনেও যাও আমি অনেকের আপন
অতঃপর যদি আমায় চাও
                                          তবে এই ভালোবাসা ।
যদি জানতে পারো কখনও
                জুই সেফালি জবা ভালোবাসি
যদি বলেও থাকি অনন্যা তুমি বড় আপন 
অতঃপর যদি আদর দাও 
                                          তবে এই ভালোবাসা ।
নীলজোছনা, তুমি তো জানো 
                   এ প্রেম,ভালোবাসা মাদকতা
এ মধু নয় শুধু, জৌলুষ নয়। প্রণয় মত্ততা
যদি Grog গন্ধে মজাতে পারো
                                       সে পরিমল ভালোবাসা ।
যদি যমুনা তুমি, কুলকুল নদী
                   গিলে নাও তবে জঞ্জাল যত
যদি ভালোবাসা চাও, প্রেমে সাজাও তবে-
অঙ্গ রঙ্গ তরঙ্গে চলো মোহনায়
                                       সেই নির্মল ভালোবাসা ।
সবাই তো মুকুতা ভালোবাসে
                   মুকুঠ শামুক বলো কয় জনা
ভুলে কি ভোলা যায়?শামুকেই মুক্তা বোনা
কামে, প্রেমে, মানুষ ভগ তবে ওই ভগবান
                                       সেই মানুষ ভালোবাসো ।
মণি যদি চাও ভালোবেসে
                   ফণির ফণা সয়তে হবেই যে
মনানী চাও যদি শুধু, ছল সে ভালোবাসা
                               অপাত্রী তুমি। ফুঁ ভালোবাসা ।।
- মণি জুয়েল
১অক্ট১৬/১১:৫৩রাত/ধুলিয়ান            
            
500 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 02 অক্টোবর 2016 03:07
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা