এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 06 অক্টোবর 2016 00:00

ভাবলাম মনে মনে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                #ভাবলাম_মনে_মনে
 - সঙ্গীহীন(মণি জুয়েল) 

হঠাৎ করে কোথা থেকে এসে চুমু খেয়ে নিলে
যদি তোমার ছেলে দেখে নিতো! 
জানো,
সেদিন ও যেন কেমন চোখে তাকিয়ে ছিলো ।
ভাবলাম মনে মনে.........

আমি জানি তোমার আকুলতা, তোমার ব্যাকুলতা
চাকত তো জল চায়, বৃষ্টি খোঁজে
অনন্ত জলধি পেরিয়ে তুমিও তেমন ঠিক 
আর প্রেম? 
সে তো সেই একফোটা জল, আর বিন্দু শিশির!
ভাবলাম মনে মনে,,,,,,,,,

এই যে এখনি তুমি আমার মনের উষ্ণা নিয়ে গেলে
এই তো প্রেম, হৃদয়ের পরম চাওয়া । 
তোমার মনে এখন ভাসছে সিগারের ধোঁয়া
কি জানি! 
ওদিক হয়তো ফিসফিস গুনগুন প্রেম/পরকীয়া ।
ভাবলাম মনে মনে ।।।।।।।।
                           ০৩অক্টো১৬/রাত ১টা/ধুলিয়ান
#কপিরাইট_রিজার্ভড            
            
576 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা