এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 08 ডিসেম্বর 2016 14:29

একটি স্ট্যাটাস মাত্র(যদি বলেছো তবেই)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একটি_স্ট্যাটাস_মাত্র(যদি বলেছো তবেই) 
- মণি জুয়েল

না না না ভুল করেও সত্য বলতে যেও না
যদি বলেছো তবেই ব্যাটা মরেছো 
কি করে বোঝাোই তোমায় বলো তো শুনি?
ওরা হলো মতবাদে বিশ্বাসী 
হয় গান্ধীবাদী, নয় মনুবাদী, বড়জোর মার্ক্সবাদী
ফারাক ওইটুকুই। বাদবাকী সব শালা এক ।
না না না আরে ভুলেও এ.. বলতে যেও না
যদি বলেছো তবে ব্যাটা সেরেছো ।
তুমি কি বোঝো না ? তুমি কি জানো না? 
তুমি হলে শালা নতুন কবি!
সু-খ্যাত মত নেই,ধু.. স তবে ফালতু কেন বাদী?
লিডার যদিও, তা মানবে না যারা বুর্বাক ।

হঠাৎ করে নতুন কিছু বললে, ওদের আঘাত 
লেগে গেলেই .........
''একটা আদর্শ গড়ে দেখাও'/ মন পঁচে গেছে''
জানো ওরা নজরুল চেনে! 
আরো জানো কবিগুরু জানে
শক্তি জানে,ভক্তি জানে, কত কত সংগ্রাম জানে।

আমি জানি কবি, তুমি অবাক হচ্ছো, আমিও.....
বলতে গেলেই ------
না না না ভুল করেও সত্য বলতে যেও না

তুমি কতটা পড়াশুনা করেছো হে?  হা..বালের ।
ওরা মুনুবাদী খালি মনুবাদ পড়ে 
ওরা মার্ক্সবাদী খালি মার্সবাদ পড়ে
ওরা গান্ধীবাদী আধাআধি গান্ধি পড়ে 
চুপ.. চুপ.. চুপ....এও ভুল করে বলতে যেও না ।

যদি বলেছো তবেই......!

আপন মনে আজ গড়ে যাও, কাল কৌন জানে!?
       ।। 08.12.16/01:00দুপুর/ধুলিয়ান ।।            
            
539 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা