এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 অক্টোবর 2017 22:20

যদি পারতাম

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মাঝে মাঝেই চিন্তার ফুলঝুঁড়ি,
এ মনের অঙিনায় বার বার উঁকি দিয়ে যায়।
এ মোর, ভবে আসা যাওয়া, যেন বৃথায় রয়ে যায়,
যদি পারতাম, 
হতভাগার পদচিহ্ন রেখে যেতাম,
নিজের শুন্য প্রতিভায় হাতড়ে বেড়াই,
নাহি জোটে এক ছটাক ভুমিক্ণা,
আমার রিক্ত হস্ত আজি বেদনায় কাতোরিত।
দু হাতে যাহা কুড়ালাম,
তাহা যেন মরীচিকা।
কতজনে কুড়ালো কত রত্মক্ণা,
আমার ভাগ্যে জুটল অবহেলার বিচ্ছুরণ।
আমি যে দিকেই তাকাই,
শুন্য আজি চারপাশ ঘিরেছে আমায়,
আমি আমাকে আজ বড়ই অচেনা,
শত শতাব্দী বহুজনের লেপ্টানো স্মৃতি,
আজো যেন অম্লান,
আমি বোকা,অন্ন ধ্বংসকারী,
শুধুই নিয়ে গেলাম,
অবহেলায় কাটিয়ে সময়,
রিক্ত হস্তেই ফিরে গেলাম।
যদি একটিবার একটুকরো জায়গা পেতাম,
পৃথিবীর এক কোনায় হতভাগার স্মৃতি রেখে যেতাম।।            
            
702 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 13 অক্টোবর 2017 22:23
শেয়ার করুন
মোঃ রাসেল হাবীব

সাহিত্য আমাকে কাছে টানে।আমি আকৃষ্ট হই।আমি আমাকে বহু বার হারাতে চাই।আমি সাহিত্য ভোরের মিষ্টি রোদ্র হবো।

মোঃ রাসেল হাবীব এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা