মঙ্গলবার, 21 জুন 2022 03:54

জীবন কি? নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জীবন কি?

জীবন কি?
জীবনের মানে খুঁজি-
হৃদয়ের চোরাগলি
অলিন্দে নিলয়ে
মনের অভ্যাঙ্গনে
ধীরে ধীরে সন্তপর্নে এগিয়ে যাই
মনের গহীন কোণে
প্রশ্ন করি জীবনের মানে কি?
   জীবন কি?
প্রশ্নটাই প্রতিধ্বনি হয়ে ভেসে আসে
জীবনের মানে কি? জীবনের মানে কি?
ধীর থেকে ধীরে 
অবশেষ মিলিয়ে যায় ম্লান হয়ে
   দূরে কোথাও?
জীবনের মানে খুঁজে পাইনি।
কেউ কি আছো বলতে পারো
   জীবনের মানে কি? 
বিশেষ সংগায় সংগায়িত করে
এলোমেলো মানে বোঝাবে।
দেখেছো জীবন, দেখেছো কিসের
উপর ভিত্তি করে চলে জীবন।
জীবন চলার পথে কে করে সাহায্য 
দেহে আত্মা নেই, জীবন নেই
জীবনের মানে নেই, বন্ধু গুণগ্রাহী নেই
একটু ভেবে দেখো আসলেই।
জীবন মানে আত্মা, আত্মাই জীবন
রূঢ় বাস্তবতা এ নহে আস্ফালন।
আত্মা চিরঞ্জীব আত্মা অমর
মানুষ মরে হয় লাশ
আত্মা অবিনশ্বর রেখো বিশ্বাস
জীবিতদের মাঝে আত্মার বসবাস
এটা মিথ্যা নয় করো বিশ্বাস।            
            
383 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 06 জুলাই 2022 12:21
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক aumyAG সোমবার, 10 জুলাই 2023 19:57 লিখেছেন aumyAG

    Survival outcomes by BMI category for hormone receptor positive patients viagra online prescription My daughter diagnosed with ME CFS POTS recently had an LP and her opening pressure was extraordinarily low

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.