এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 10:38

চিৎকার ও অন্যান্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তারস্বরে চিৎকার- বারবার বারবার
কান্নার, কষ্টের, অবোধ্য প্রয়োজনের
সহজবোধ্য অন্য সব গুরুত্বপূর্ণ বিষয়ের
প্রাপ্তির প্রত্যাশার আকাঙ্ক্ষার জটীল সমীকরণ
একক প্রতি গুনাগুণ নিয়ে চোখের সামনে নাচে অবজ্ঞা
নেচে চলে তীক্ষ্ণতম শর- শণিতের নেশায়
হৃৎকম্পনের অলিন্দে আহত রক্ত এসে জমে
বন্ধুবৎসল হৃদয়  মাতে জিঘাংসায়, ক্ষোভে,অহংকার হরণের যুদ্ধে এবং ঈর্ষায়
বিগত দিনের বন্ধনে অথবা এখনও আসেনি এমন দিনের প্রতি।
সবখানে স্থির মুখচ্ছবি দোলে
দৃষ্টি আড়াল করে দীর্ঘ সৈকত, প্রাণোচ্ছল চোখ, চোখের দৃষ্টি 
একটা বা প্রত্যেকটা কষ্টের বর্ণনাতীত ব্যাখ্যা আমার অন্তরস্থ পরিমন্ডলে পরিব্যাপ্ত হয়
প্রাকৃতিক প্রলয় বা প্রকৃতিগত বৈষম্যে অথবা মজ্জাগত নীল লোহিতের যে স্রোত বাধা হয়েছিল
সেইসব ব্যবধান অস্বচ্ছ ঘন কঠিন বরফের মত শীতল
ধ্বংসাত্মক রকম ভাবে নাগরিক বোধকে করেছে বিঘ্ন
আরম্ভ হয় নাই যার তারও জন্য বিমূর্ত হাহাকার 
প্রারম্ভিক আলোচনাতে কেবলই দুর্নাম
মধ্যভাগে মধ্যরাত পোহাবার জন্য তারা গুনে গুনে রাখা
তাদের উত্থান পতনে যোগ বিয়োগ গুণ ভাগ সমীকরণ
বিশ্বাস ছিল হব আস্থাশীল
হৃদয়ে ক্ষত দীঘিতে শতধা হওয়া চাঁদের গায়ে
বিম্বিত অক্ষরে লেখা হি-রি-দ-য়ে-র পে-রে-ম
ক্ষোভের উৎসমূলে অক্ষমের আর্তচিৎকার 
তাতে ঘনীভূত বাষ্পজল আছে, আছে দংশন,আছে গোপনতাও
শুধু দক্ষিণ চক্ষে টলটলে কষ্ট।
716 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 11:48
শেয়ার করুন
সর্বনাম

সর্বনাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য