শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 10:47

আহ্লাদ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ব্যস্ততাহীন বিকেলগুলির জলকণা মাখা সময় নেশাতুর হয়ে যায়,
জলমগ্ন রাত নিদ্রাহীন। একাকী মেঘ এসে রিমঝিম রিমঝিম বর্ষা নামায়।
কোথায় যে বাজে সুরেলা নুপূর কোন সুদূর
ঝরে নির্জনে অঘ্রাণাতা বনফুল টুপ টুপ ঝুর ঝুর...
ভেতর বাহির শ্রাবণ। 

শ্রাবণের একা একা এই শুণ্যতা যখন
আমার ভেতর তখন আমি বই দহন দহন দহন দহন...
জেগে ওঠে এক লক্ষ ভিসুভিয়াস লেলিহান শিখা নিয়ে
ছেয়ে যায় লালিত সবুজের প্রান্তর, যায় পরিধির সবটুকু ছাড়িয়ে
যাপিত নিঃসঙ্গতায় বিষাদেরা বাজায় সুর
নিজেরে লুকাই গুহা গর্ত মাঝে তবু জোছনায় মনে পড়ে গোপন দুপুর
অতি সুমধুর সুরে ক্রন্দন, অতি সকরুণ ভয়
অতি বেসুরো হাসি বেমানান হয়ে রয়
অসহায় আবেগের আকাশছোঁয়া গোপন অভিমান
সংক্রমিত হয় বিষন্নতার মহামারীতে সারা দিনমান
ছড়িয়ে থাকে বাসনার টুকরো সুখ ভাঙা কাঁচের মত
ভরিয়ে তোলে পায়ে চলার পথ ক্লান্তিতে, শ্রান্ত দৃষ্টিখানাও নত
একটা মুখাবয়ব দেখি না আর প্রতিদিন লক্ষ কোটি মুখের ভেতরে
দশটা আঙুল লুকায় স্পর্শ হতে শত সহস্র আলোকবর্ষ দূরে
নিঃশেষ কথোপকথনে নামে শ্মশানের নিরবতা, দিনভর হাজার কথার ভিড়ে
এক একটা দিন যেন বছর হয়ে যায় আমার, সাড়ে তিন দশক বছর পরে
থেমে থাকে শব্দে গেঁথে মালা বানাবার
পড়ে থাকে সাধ- ভালবাসা জানাবার
বিরহ প্রধান অতিথি সভ্য জীবনের সভায়
রয় সে সংকেতে ভাষায় বিজিতের মৌনতায়
এই ক্ষণ উপশমহীন ব্যথা নিয়ে বাঁচে আমার একদম একা থাকার প্রহর,
আমার ভেতর আমি মুমূর্ষু, বাহিরে ব্যথা বারিধির সমান শুন্যতা কিছু নেই দুঃখহর
প্রতীক্ষারে রেখেছি প্রহরায় দূরে রাখি তারে বাসনা হতে
এক প্রিয় প্রেয়সী ভাঙ্গাবে ঘুম সম্ভাবনার ঝর্ণার, আদর মাখা দুহাতে
এই আমার অচল পয়সার মত মূল্যবান রাত্রিদিন চলে যায়
অপ্রয়োজন জন পেল ব্যক্তিগত হিসেবে অঢেল, তবু থাকে অমানিশায়
আমি ভীষণ অক্ষমতায় মেনে নিই আল্পস এর সারি, আমার আমি মানে না আমার এই সর্বনাম হওয়া
বলে এই স্বত্ব ত্যাগে কোন অন্যায় নেই,মাঝখানে কোন দেয়াল নেই, ভালবাসার অধিকার ভালবাসা পাওয়া
এই যুক্তির ধারাপাত তুমিও জানো তবু তুমি শুনছো না
তোমার পায়ের কাছে স্বপ্ন ঘুমায় তবু তুমি তারে আনছো না
এই ভাবনা প্রেম, এই ভাবনা আমার ভিতর আনে দিনের আলোতে নক্ষত্র খুঁজে দেখার সাধ
এই যাতনা বিরহ এই-ই তো অমুল্য থেকে পাওয়া অমৃত সমান, এই-ই জীবনের আহ্লাদ।
803 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 11:23
শেয়ার করুন

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.