এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 30 আগষ্ট 2020 08:08

জীবনের গান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~~জীবনের গান~~

জীবন নামক কবিতায় 
জীবন বীণা বাজে
কান্না হাসির দুই তারে। 
জীবন বোধের কবিতায়
সুখ-দুঃখ পাশাপাশি 
বিরাজ করে।

জীবন নামক কবিতায় 
এক তরফা কেউ হয় না সুখি,
জীবন বোধের কবিতায়
সুখপাখিকে ধরতে গেলে
সে শুধু দেয় ফাঁকি।

জীবন নামক কবিতায় 
ভালোবেসে যদি ফুল উপহার দাও,
বিনিময়ে কাঁটার আঘাত পেলেও 
আঘাতটুকু সয়ে যাও।

জীবন নামক কবিতায়
আঘাতকে ভালোবাসায়
পরিণত করে ফোটাও ফুল,
সেই ফুলগুলো তাকে দান করে 
ভাঙাও মনের ভুল।

জীবন নামক কবিতায় 
কী পেলাম আর কী হারালাম,
তার হিসাব করে লাভ নেই,
লাভ লোকসানের হিসাব
শুধু অযথাই।

জীবন নামক কবিতায় 
শত ব্যথা,যন্ত্রণা,অবহেলা
পেয়েও ফুল করলে দান।
তবেই হবে পৃথিবী সুন্দর
এইতো জীবনের গান।
___________________            
            
460 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 30 আগষ্ট 2020 09:42
শেয়ার করুন
মো.শামীম হোসেন

মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।

মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য