সোমবার, 10 মে 2021 01:12

আত্মসংযম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আত্মসংযম

রমজান এলে রাখছো রোজা
রোজা কি ভাই এতোই সোজা?
সিয়াম পালন করার কারণ
হয়েছে কি একবার খোঁজা?

আরবি ভাষায় সিয়াম বলে
ফারসি ভাষায় জানি রোজা,
সিয়াম পালন করলে পরে
কমে যাবে পাপের বোঝা।

পার্থিব জগৎ থেকে দূরে
থাকার চেষ্টা কয়জন করি?
আমি আমার ভাবনা করে
দিবারাতি কেঁদেই মরি।

পরের নিন্দা ছাড়তে হবে
করতে হবে মনকে খাঁটি,
মনে ভেজাল রাখি যদি
সালাত সিয়াম সব'ই মাটি।

আল্লাহর নাম জপে সবার
আত্মসংযম করতে হবে,
রাখবো মনে যাবো চলে
থাকবো না কেউ রঙের ভবে।

মিথ্যা কথা ছেড়ে দিয়ে
মনকে নেবো শুদ্ধ করে,
সিয়াম কবুল করবেন প্রভু
পাপগুলো সব যাবে ঝরে।            
            
446 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 12:45
শেয়ার করুন
মো.শামীম হোসেন

মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।

এই বিভাগে আরো: « সফল সংবিধান মা »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay শনিবার, 16 ডিসেম্বর 2023 02:23 লিখেছেন expalay

    priligy premature ejaculation pills Salsalate is indicated for relief of the signs and symptoms of rheumatoid arthritis, osteoarthritis and related rheumatic disorder

  • মন্তব্যের লিঙ্ক NqhpxLsqr বৃহষ্পতিবার, 27 জুলাই 2023 22:23 লিখেছেন NqhpxLsqr

    Ledderhose disease is a rare type of fibromatosis that affects your foot cheap cialis from india

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.