বিপন্ন মানবতা সবার সেরা মানব জাতি তবু কেনো হাতাহাতি প্রশ্ন জাগে এই মনে, পশুর দলে পড়লে ফাঁদে একের তরে অন্যে কাঁদে মিলেমিশে রয় বনে। মানুষ মিথ্যা কথা বলে পরের ভালো দেখে জ্বলে কথায় কর্মে পাই না মিল, মুখে থাকে পিশাচ হাসি তাই বাজে না প্রেমের বাঁশি অহমিকায় ভরছে দিল। ধনসম্পদে থাকে মেতে দুনিয়ায় চায় শুধু পেতে করে বেড়ায় মন্দ কাজ, মানবতা ভুলে গিয়ে ব্যস্ত থাকে নিজ্কে নিয়ে অন্তরে নেই কোনো লাজ। পশুর মাঝে দেখি প্রীতি জাগে মনে মধুর গীতি মানুষ করে বড়ো ভুল, মানবতা বিপন্ন আজ অমানুষে পরেছে তাজ পাই না খুঁজে কোনো কূল।

মো.শামীম হোসেন
মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।
মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 24 সেপ্টেম্বর 2023 06:11 লিখেছেন Danieloxype
https://interpharm.pro/# canada drug stores
rx meds online - interpharm.pro Excellent consultation with clear communication. - মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 03 আগষ্ট 2023 06:24 লিখেছেন xCBHPeL
propecia pills for sale Hematologic tests were conducted several times throughout the study, but only those taken on days 28 and 63 post administration were relevant to the committee s work
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.