এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 06 সেপ্টেম্বর 2020 13:58

যৌবন-চাঞ্চল্য নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভুটিয়া যুবতি চলে পথ;  
 আকাশ কালিমামাখা কুয়াশায় দিক ঢাকা।  
 চারিধারে কেবলই পর্বত;  
 যুবতী একেলা চলে পথ।  
 এদিক-ওদিক চায় গুনগুনি গান গায়,  
 কভু বা চমকি চায় ফিরে;  
 গতিতে ঝরে আনন্দ উথলে নৃত্যের ছন্দ  
 আঁকাবাঁকা গিরিপথ ঘিরে।  
 ভুটিয়া যুবতি চলে পথ।  
  
  
 টসটসে রসে ভরপুর--  
 আপেলের মত মুখ আপেলের মত বুক  
 পরিপূর্ণ প্রবল প্রচুর;  
 যৌবনের রসে ভরপুর।  
 মেঘ ডাকে কড়-কড় বুঝিবা আসিবে ঝড়,  
 একটু নাহিকো ডর তাতে;  
 উঘারি বুকের বাস, পুরায় বিচিত্র আশ  
 উরস পরশি নিজ হাতে!  
  
 অজানা ব্যাথায় সুমধুর--  
 সেথা বুঝি করে গুরুগুরু!  
 যুবতি একেলা পথ চলে;  
 পাশের পলাশ-বনে কেন চায় অকারণে?  
 আবেশে চরণ দুটি টলে--  
 পায়ে-পায়ে বাধিয়া উপলে!  
 আপনার মনে যায় আপনার মনে গায়,  
 তবু কেন আনপানে টান?  
 করিতে রসের সৃষ্টি চাই কি দশের দৃষ্টি?  
 --স্বরূপ জানেন ভগবান!  
  
 সহজে নাচিয়া যেবা চলে  
 একাকিনী ঘন বনতলে--  
 জানি নাকো তারো কী ব্যাথায়  
 আঁখিজলে কাজল ভিজায়!            
            
479 বার পড়া হয়েছে
শেয়ার করুন
যতীন্দ্রমোহন বাগচী

যতীন্দ্রমোহন বাগচী (২৭ নভেম্বর, ১৮৭৮ - ১ ফেব্রুয়ারি, ১৯৪৮) ছিলেন একজন বাঙালি কবি ও সম্পাদক। তিনি নদিয়া জেলার জমশেরপুরে জমিদার পরিবারে (বর্তমান বাগচী জমশেরপুর) জন্মেছিলেন। তার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম, হুগলি। তিনি তার প্রথম ডিগ্রি কলকাতার ডাফ কলেজ (এখন স্কটিশ চার্চ কলেজ) থেকে নিয়েছিলেন। তিনি বহু সাহিত্যিক পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন। ১৯০৯ থেকে ১৯১৩ পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯২১ এবং ১৯২২ সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ন সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৪৭ থেকে ১৯৪৮ পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করে যায়। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করে হয়। পল্লী-প্রীতি যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের একটি প্রধান বৈশিষ্ট্য। "পথের পাঁচালী"র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মত তার কাব্যবস্তু নিসর্গ-সৌন্দর্যে চিত্ররূপময়। গ্রাম বাঙলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ-দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সংগে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন।

যতীন্দ্রমোহন বাগচী এর সর্বশেষ লেখা