এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 মার্চ 2015 11:19

হে নারী, মা বোন স্ত্রী আমার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                হে মা, বোন, স্ত্রী আমার, জগৎ সভ্যতার ছায়া
কোন একদিন শুধু শ্রদ্ধা ভালোবাসা তালে
নিজেদের আটকে রেখে, দূর দেশে চলে যাবো?
থাকবো ভিন্ন সুখের রং-মহলে, অন্ধকারে?
সেখানে থাকবে কেবল বেজন্মা লাশের উল্লাশ,
মোহের আবির লেপ্টে থাকা বিবর্ণ জীবন,
ছলচাতুরী ভরা নিজস্ব নিয়মে গড়া 
অদ্ভুত চাটান—চটকদার কারাগারে 
আত্ম-সুখের এক ভিন্ন আয়োজন?
এসো হে প্রিয় মা আমার, পুরোটা বছর শুধু
তোমারই চরণে জান্নাত খুঁজি, কোন এক
দিবসের রং মেখে নিজের আত্মাকে আর
পীড়ন করতে চাই না।
এসো হে অর্ধাঙ্গিনী স্ত্রী আমার, সুখে-দুখে
মিলে-মিসে এ সভ্যতাকে বাঁচাতে শেখাই
বেঁচে উঠি আমরা সবাই।
হে বোন, তোমাদের স্বপ্ন-সুখের জন্য—
জ্বলন্ত এ সভ্যতার বিষবাষ্প ছড়িয়ে
পড়ার আগেই যেন---
গড়ে তুলতে পারি এক মনুষ্য-সমাজ।
হে মা, বোন, স্ত্রী আমার কোন এক দিবসের 
বন্ধনে তোমাদের যন্ত্রণাকে আটকে রেখে
নিজেদের গড়া অপমান জাঁতাকলে আর 
আটকে থাকতে চাই না, মুক্তি চাই।
সারাটি বছর ধরে, প্রতি ক্ষণে
হৃদয় উজার করা স্নেহ-ভালোবাসা 
শ্রদ্ধা-সম্মান দিয়ে গড়ে তুলতে চাই 
এক সুস্থ-সমাজ।

#বরিশাল, ০৯০৩১৫            
            
1099 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 ডিসেম্বর 2020 14:04
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য