এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2020 16:03

শরৎ এলো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শরৎ এলো
মো.শামীম হোসেন

সাদা মেঘের ভেলায় চড়ে
শরৎ রাণী এলো,
ফুল পাখিদের দেখে আমার
হৃদয় ভরে গেলো।

বেলি ফুলের মালা গেঁথে
দেবো বন্ধুর গলে,
কেয়া পাতার নৌকা করে
ভাসাবো আজ জলে।

নদীর ধারে বসছে যেন
কাশফুলেরই মেলা,
মন মেতে রয় ধানের ক্ষেতে,
কেটে যায় গো বেলা।

শিউলি ফুলের সুবাস আমার
লাগে ভীষণ ভালো,
ফুলের বাহার দেখে যেন
দূর হয়ে যায় কালো।

জুঁই চামেলি দোলনচাঁপা
হাসছে আপন মনে,
তারা যেন বন্ধু বলে
ডাকছে আমায় বনে।
~~~~~~~~~~~            
            
439 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2020 16:26
শেয়ার করুন
মো.শামীম হোসেন

মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।

মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য