এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 11 অক্টোবর 2020 19:43

নবীন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নবীন

এসো নবীন সরল পথে
খোঁজ তুমি সহজ সত্যটাকে। 
এসো তুমি সকল ভেদাভেদ ভুলে 
নবদিগন্ত পানে, প্রতিশ্রুতি নিয়ে। 
পশ্চাতে তব রাগ, হিংসা, ক্লেশ 
পিষ্ট কর, তবে সামনে রবে তুমি। 
এসো একদিন প্রশান্ত মনে 
বসবো মোরা বিবেক তলে,
খুঁজব তবে নিগূঢ় হয়ে 
কিসে পরম শান্তি মিলে? 

কিসের তোমার সাতমহলা? 
কোথায় রবে তুমি? 
চল্লিশে তোমার বয়স ভারী
ষাটে তোমার পাড়ি। 
ধর্ম তোমার যাহাতাহা 
কর্মই হলে তুমি। 
বিবেক টাকে মিজান করে 
সামনে বাড় তুমি। 

যুদ্ধক্ষেত্র, রক্তগঙ্গা কত দিলাম পাড়ি 
হাজার শিকল ভেঙ্গে তবু শিকলেই পড়ি। 
শিকোল খেলা বন্ধ করে 
রংতুলিতে সত্য একে 
বিজয় নেবে ছিনি, 
উহাই খোদার প্রণয়,উহাই খোদার বাণী। 
তোমার-আমার সহজ সরল 
জাগাবে কোটি প্রাণ,
বিজয় নিশান উড়িয়ে গাইবো সাম্যের গান। 
তবে, তুমিই নবীন, তুমিই মানুষ, তুমিই মহীয়ান            
            
512 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 14 অক্টোবর 2020 21:11
শেয়ার করুন
সোহানুর রহমান সোহাগ

একই ধরনের লেখা

2 মন্তব্য