এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 10 মার্চ 2015 16:36

নারী তুমি কি

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                নারী তুমি কি-
ভাঙনের কি তুমি না কি গড়ণের 
জীবনের না কি তুমি মরণের |
ভেঙে গেছে যত- তুমি আছো সেথা
তারও মাঝে তুমি- যেথা বুকভরা ব্যথা |

গড়নেও সম তুমি,- গড়েছো সুখ-ধরণী
যেথা উন্নত শির,- সেথা লুকিয়ে রমণী |
শত ভাঙন যত - সকলই তোমার কারণ-
সুখ, গর্ব যত - সকলই তোমার গড়ন |

কোটি লক্ষ যত প্রাণ- তোমারই প্রেম-মায়া
সুখ হর্ষের মাঝে দেখো লুকিয়ে তোমারই ছায়া |
কাঁদছে যত হৃদ, মরছে যত প্রাণ - এই দায় কার-
শত ই তোমার হে রমনী,- শতভাগ তোমার |

জীবনে আছো তুমি, মরণেও লুকিয়ে সমান |
হর্ষ-বিষাদ, শত সুখ-দু:খে তুমিই বর্তমান |



1478 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 10 মার্চ 2015 17:01
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

3 মন্তব্য