এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 23 অক্টোবর 2020 06:18

দেবী বোধন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সর্বনাশের নৃত্য দেখে উঠলো হেসে অসুর যত
মায়ের বেটি জড়সড় উঠলো কেঁপে গোপন ক্ষত
স্বর্গ থেকে পাতাল পুরে আসছে মা দোলে চরে
বাবার বাড়ির সন্তানেরা ভিখ মাগে আর্তি ভরে

মা তুই পাষাণ হোক অবসান মর্তে যত লোভ লালসা
খাড়ায় কেটে করবি রে নাশ; নরপশু। আজকে আশা
রক্তে যদি তুষ্ট দেবী অবলা পাঠা-ই কেন বলি!
যৌনী ফাটা রক্তে পূজা খেলবো এবার রক্ত হলি

কাশ বাগানে আগুন লাগুক ঝড় উঠুক পদ্ম বিলে
সাদা মেঘে সূর্য হারাক দেবী বোধন সবাই মিলে
রাষ্ট্র যাদের করছে পালন মানছে আজ কোন বারণ
তোদের লাগাম ধরতে দেবীর এই শরতে হোক আগমন।            
            
666 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 24 অক্টোবর 2020 17:05
শেয়ার করুন
কাজী আনিসুল হক

কাজী আনিসুল হক এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য