এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 নভেম্বর 2020 17:12

শেষ ঠিকানা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শেষ ঠিকানা

ভুবন থেকে বিদায় নিয়ে
     চলেই যাবো ভাই,
পরপারের ডাকটি আমি
     শুনতে যেন পাই।

দেহ খাঁচার পরাণ পাখি
     হঠাৎ দেবে ডুব,
শূন্য খাঁচা থাকবে পড়ে
     কাঁদবে লোকে খুব।

পাখি উড়াল দেবার পরে
     মানুষ হবে লাশ,
দেরি হচ্ছে বলবে কেহ
     কাটতে যাবে বাঁশ।

আমার যতো অপকর্ম
     মনে পড়বে সব,
মনের কথা জানেন যিনি
     তিনি মহান রব।

ভবে খেলার নেইতো বেলা
     সময় হলো শেষ,
শেষ ঠিকানা হবে আমার
     অজানা এক দেশ।
     _______________            
            
657 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 18 ডিসেম্বর 2020 14:14
শেয়ার করুন
মো.শামীম হোসেন

মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।

মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য