এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 মার্চ 2015 14:55

আমার দেশ

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
আমার দেশ আমার মাটি,
আমার সোনার বাংলা সব চাইতেও খাঁটি,
পাবে না খুঁজে পাবেনা এমন বাংলা,
সবুজের সমারোহ গাছে গাছে পাখির ডাকা ডাকি।

আমার দেশ আমার মাটি
আমার সোনার বাংলায় দেখি ফসলের মাঠ
সমুদ্রের ঢেউ খাচ্ছে সোনালী ধানে
কৃষাণের মুখে সুখের হাসি।

আমার দেশ আমার মাটি,
আমার সোনার বাংলার গৃহ বধূ
যাচ্ছে কলসি কাঁখে
আলতোর রঙে পা দুখনি মাখি।

আমার দেশ আমার মাটি
আমার সোনার বাংলায় শুনি কোকিলের গান
মাঝে মাঝে ভেসে আসে কোথা থেকে
মা মা ডাকাডাকি।

বলো এমন দেশ ফেলে
আমি কি কোথাও থাকতে পারি?
যতই দূরে থাকি স্মরণে  রাখি,
মনে পড়লে ছুটে আসি কাজকে দিয়ে ফাঁকি।
785 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 মার্চ 2015 22:41
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য