এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 19 মার্চ 2015 23:52

নিশিতেরই দ্বীপ্রহর

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

অত্যাচার নির্জাতন,
সিমাহীন ছিল তখন।
জন্মদাতা নিত না আপন মেয়ে কুলে।
গর্ত কুড়ে ফেলতো সেথায়,
মারতো পাথর ছোট্ট কন্যার শিশুর প্রাণ্জরের উপর।
যতই ডাকতো বাপ বাপ,
ততই দিতো মাঠি চাপ।
সে কাল ভুলেনি সকলে,
যুগের নাম অন্ধকার।
অন্ধকারে প্রদ্বীপ জ্বাললো,
খোদার সৃষ্টির প্রথম.
যিনি নুরে মুহাম্মদ(সাঃ)।
হল তাঁহারই আবির্ভাব।
মেয়ে জাতিকে মুক্ত করলো,
অতি ঊর্ধে রাখলো তাদের মান।
আর মেয়েই হল মোদের মা,
সেই মায়েরই পায়ের নিচে সন্তানের বেহেস্ত.
হাদিসে প্রমাণ।
বর্তমানে আরব দেশে মেয়ে শিশু জন্ম নিলে,
বাপের মন খুশিতে দুলে।
কামলেওয়ালা নবী(সাঃ)মোদের,
অন্ধকারে জ্বালাই প্রদ্বীপ.
যার নাই উপমা।
করলো নিশিতেরই দ্বীপ্রহর।

947 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 11:48
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য