এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 31 মে 2022 06:53

মাথা করিনি নত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মাথা করিনি নত 

জীবনে অনেক কষ্ট সয়েছি 
   মাথাটা করিনি নিচু, 
কারোর নিকটে যাচিয়া কখনো
   ধরিনি তাহার পিছু।

অনেক মানুষ ঠকিয়ে আমায়
   কষ্ট দিয়েছে কত,
তাদের জন্য রেখেছি হৃদয়ে 
   ভালোবাসা শত শত।

কষ্টের সাথে হয়েছি বড় যে
   করি না  কখনো ছল,
মহান রবের উপর ভরসা
   হৃদয়ে রেখেছি বল।

সোনার চামচ মুখেতে নিয়ে যে
   আসিনি ভবের পর,
তাই বলে দেখা পাইনি সুখের 
   বেঁধেছি দুখের ঘর।

সত্যের পথে থাকতে যদিও 
   কষ্টে ভাসুক বুক,
রবের খুশিতে আসল খুশি যে
   তাতেই যে মহা সুখ।            
            
449 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 10:28
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য