এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 20 মার্চ 2015 01:53

ফিরে এসো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গভীর রাতে পড়লো মনে তোমার কথা, 
হৃদয় কোণে ছড়িয়ে গেল বিষন্নতা
বন্ধ হলো সব কোলাহল নিরব ভুমি
সেই যে কবে চলে গেছ,কোথায় তুমি?

নেই তুমি তাই আঁধার আজি, সন্ধ্যা রাতে
কাঁদি আমি. সবাই কাঁদে আমার সাথে,
আকাশ পানে চেয়ে দেখি, আকাশ কাঁদে
পাহাড়-সাগর কাঁদে সবাই, তুমি বাদে।

বিষন্ন মন কেমন যেন একলা লাগে,
মনের মাঝে হঠাৎ কেমন ব্যথা জাগে
মনের ব্যথা মনের মাঝেই চেপে রাখি,
তুমি ফিরে আসবে বলে আশায় থাকি।

আশা আমার হয় নিরাশা, পাইনা তবু
তোমায় ছাড়া, কাউকে আমি চাইনা কভু,
কোথায় তুমি ফিরে এসো আমার বুকে
জীবন সাথী করে তোমায় রাখবো সুখে।

1562 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 25 মার্চ 2015 03:32
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য