এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 মার্চ 2015 10:01

কথন নেই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                আর কত দিন 
প্রাইভেট কারের ধূলো
জমবে আমার চুলে
পুঁজিবাদীর নোংরামী
থাকব বেজায় ভুলে।

পরের টাকা পাদানীতে
বসে চালায় বিশ্ব
সংসার বিষ্ণু হাসেন ঠোঁট
ফাটা হাসি দৈবহীন
এক কারবার
চারদিক সার
নেই সময় ঘনালো
ভাঙার ভিখের থালায়
পড়বে কবে
একটি কয়েন একতার ৷
888 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 22 মার্চ 2015 21:57
শেয়ার করুন
সীমান্ত মুরাদ

একাকিত্বের সাথে পথ চলছি ধূসর দ্বীপের আরছায়ার আবডালে ৷

সীমান্ত মুরাদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য